Wednesday, January 17, 2018



ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে...’ কিংবাআমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে...’ রকম আরও অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। 
শাম্মী নামে পরিচিত হলেও আপনি কি জানেন, তাঁর আসল নাম শামীমা আক্তার? শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলছেন। 
১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। 
গানটি ছিল নজরুলের কি অপরূপ রূপে মা তোমায়...’ 
www.awaazmamun.comতাঁর প্লেব্যাকে অভিষেক হয় অশিক্ষিত (১৯৮০) ছবিতে। অভিষেক গানটিই ভীষন জনপ্রিয়তা পায়। গানটি ছিলঢাকা শহর আইসা আমার...’ 
এমনকিআমি যেমন আছি তেমন রব বউ হব না রে...’ গানটিও একই ছবির গান।

প্রখ্যাত গায়ক দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন, সূত্র জানায়।

মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়েন।

তিনি তার মৃত্যুর শোকের জন্য স্বামী, একটি পুত্র, এবং একটি বন্ধু, আত্মীয়, শুভেচ্ছা এবং প্রশংসার একটি হোস্ট পিছনে বাকি।

তিনি 010 সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তাঁর জনপ্রিয় উপস্থাপনাগুলি হলো ঢাকা শাহ্হার আইসা আমর আশা ফুরাচhe, অ্যামি জেমন আচি ট্যামন রবো বব হোবোনরে, ভালোবাশলিও সোবহার সাতহের ঘোড়া বুদ্ধ জাইনা এবং অন্যান্যরা লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন।


এরপর তিনি বাংলা চলচ্চিত্রে 300 টির বেশি গানের জন্য তার কণ্ঠস্বর দেন।

No comments:

Post a Comment